লোকসভা ভোটের (Loksabha Election 2022) আগে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের (Assembly Election) ফলে সবচেয়ে বড় চমকের নাম পাঞ্জাব (Punjab)। আপ (AAP) ঝড়ে একযোগে উড়ে গেল কংগ্রেস, বিজেপি ও শিরোমণি আকালি দল। অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) রাজনৈতিক মস্তিষ্কে হার মেনেছেন রাজ্যের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী। দুটি জায়গা থেকেই হেরেছেন কংগ্রেসের চরণজিৎ সিং চান্নি।
পাঞ্জাবের এই জয়ের উৎসব বাংলার দুর্গাপুরেও। দুর্গাপুরে সিটি সেন্টার থেকে বিজয় মিছিল করে আপের কর্মী-সমর্থকরা, চলে মিষ্টি বিতরণও। সব কর্মীরা একে অপরকে নীল আবীর মাখান। আপের সমর্থনে স্লোগানও দিতে দেখা যায় সমর্থকদের।
আরও পড়ুন: বিরোধীদের উড়িয়ে নবাবের লখনউতে রাজা সেই যোগীই
আপ কর্মী সমর্থকদের দাবি, দিল্লি ও পাঞ্জাবের পাশাপাশি বাংলাতেও আগামী দিনে ক্ষমতায় আসবে আপ। বাংলারও উন্নয়নও হবে।
বৃহস্পতিবার ভোটের গণনার দিন চার রাজ্যে সকাল থেকেই এগিয়ে ছিল বিজেপি। আর পাঞ্জাবে এগিয়ে ছিল আপ। আপের এই সাফল্যের পর দিল্লিতেও শুরু হয়ে গিয়েছে সেলিব্রেশন।