ধূধূ করছে মরুভূমি। যতদূর চোখ যায় শুধু ধুলো, বালি ও সূর্যের তেজ। তার মাঝেই ফুটে ওঠে মরীচিকা। এইসব নিয়েই জীবন কাটে রাজস্থানের আমজনতার। এবার সেই রাজস্থানকেই তুলে ধরছে দুর্গাপুরের একটি পুজোমণ্ডপ। দুর্গাপুর সিটি সেন্টারের উর্বশী সর্বজনীন পুজো কমিটি প্রতি বছরই নতুন ও অভিনব কিছু থিমের মাধ্যমে জনসাধারণের মন মাতিয়ে তোলে বছরের পর বছর। ২০২৪ সালের পুজোতেও যার অন্যথা হবে না।
আর মাত্র কয়েকটা দিন। তারপরেই শরৎ ও উৎসবের রেশ ছড়িয়ে পড়বে রাজ্য জুড়েই। গত বছর ছিল অক্টোবরের শেষে দুর্গাপুজো। এই বছর কিন্তু এমনটা হবে না। এই বছরের শারদীয়া দুর্গা পুজো অক্টোবরের প্রথম দিকে। ২০২৪-এ মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যা পালিত হবে ২ অক্টোবর বুধবার। সেদিন থেকেই পিতৃপক্ষের অবসান হয়ে সূচনা হবে দেবীপক্ষের।