তখনও সোভিয়েত ইউনিয়ন (Soviet Union) অটুট ছিল, সেই সময় রাস্তার নাম রাখা হয়েছিল রুশ বিপ্লবের (Russian revolution) নায়ক লেনিনের (Lenin) নামে। এ বার সেই সরণির নাম বদলে হচ্ছে লতা মঙ্গেশকর সরণি (lata Mangeshkar sarani)। সিদ্ধান্ত নিয়েছে দুর্গাপুর পুরসভা। তৃণমূল পরিচালিত ওই পুরসভার এই সিদ্ধান্তে ক্ষোভের সুর বামেদের গলায়।
দুর্গাপুরের জওহরলাল নেহরু সরণি এবং বিধান রায় সরণির সঙ্গে সংযোগকারী আড়াই কিলোমিটার দীর্ঘ লেনিন সরণির (Durgapur Lenin Sarani) নাম বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল পরিচালিত পুরবোর্ড। রাস্তার নামকরণ হবে প্রয়াত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের নামে।
নামবদলের এই প্রবণতা নিয়ে তৃণমূলের সঙ্গে বিজেপির মিল পাচ্ছেন বামেরা। দুর্গাপুরের সিপিএম নেতা পঙ্কজ সরকার জানিয়েছেন, বাম আমলে নয়, রাস্তার নামকরণ হয়, তার আগেই, প্রফুল্লচন্দ্র ঘোষের মুখ্যমন্ত্রিত্বে। রাস্তার নাম বদলের প্রতিবাদে রাস্তাতেই নামবেন বামেরা, জানিয়েছেন তিনি।
অন্যদিকে, মঙ্গেশকর সরণির সংস্কারের জন্য আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পরিষদ প্রায় ২৮ কোটি টাকা খরচ করবে বলেও প্রশাসন সূত্রে খবর।