নেশামুক্তি কেন্দ্রে যুবককে পিটিয়ে মারার অভিযোগ। ঘটনায় উত্তেজনা ছড়াল দুর্গাপুরে (Durgapur)। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। মৃত ওই যুবকের নাম সুমিত দাস। বয়স ২৬ বছর। ইতিমধ্যেই আটক করা হয়েছে ওই নেশামুক্তি কেন্দ্রের ম্যানেজারকে।
আরও পড়ুন - ডাইনি সন্দেহে মহিলাকে মার, আতঙ্কে বাড়ি ছাড়া আদিবাসী পরিবার
জানা গিয়েছে, পরিবারের একমাত্র ছেলে সুমিতকে নেশা ছাড়াবার জন দুর্গাপুরের ২২ নম্বর ওয়ার্ডের সিটি সেন্টারের প্রণবানন্দ অ্যাভিনিউতে একটি রিহ্যাবে ভর্তি করা হয়।
পরিবারের অভিযোগ, হোমে সুমিতকে ঠিকঠাকভাবে খেতে দেওয়া হত না বলে। এমনকী, মারধরও করা হত। প্রায় ১৮ মাস এই হোমে ছিল সুমিত।
অভিযোগ, শুক্রবার রাত দেড়টা নাগাদ হোম কর্তৃপক্ষ পরিবারকে জানায় অসুস্থ হয়ে পড়েছে সুমিত। হাসপাতালে গিয়ে জানা যায় মারা গিয়েছে সুমিত।