আলোর উৎসব দীপাবলি। কালীপুজোর আরাধনায় সবথেকে বড় আকর্ষণ লাইটিং। আর সেই লাইটিংয়ে সেজে উঠেছে দুর্গাপুরের শিল্পাঞ্চল।
এদিন দুর্গাপুরের শিল্পাঞ্চলের পুজোয় দেখা যায় দর্শনার্থীদের ঢল। এবার নজর কেড়েছে আমরা কজন ক্লাবের কালী পুজো। রাজবাড়ির সাজে সাজানো হয়েছে মন্ডপ। বেতের কাজ, হস্তশিল্প, কারুকার্য, লাইটিংয়ের সাজে এই মন্ডপে শুরু থেকেই ভিড় বাড়ছে। কালীপুজোর রাতেও এই পুজোয় লাইটিং ও মন্ডপ দেখতে ভিড় জমান দর্শনার্থীরা।