দত্তপুকুরে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় এবার সরাসরি খাদ্য মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুললেন এলাকাবাসীরা। অভিযোগ, অবৈধ বাজি কারখানা চালানোর সব খবর ছিল খাদ্যমন্ত্রী রথীন ঘোষের কাছে।
রবিবার সকালে দত্তপুকুরে বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে এই ঘটনার পরেই প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা। তাঁদের অভিযোগ, প্রশাসনের সহযোগিতায় ওই এলাকায় রমরমিয়ে চলছে অবৈধ বাজি কারখানা।
বেআইনি বাজি কারখানা রুখতে কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক জেলায় তল্লাশি চালিয়েছিল পুলিশ। উদ্ধার করেছিল প্রচুর অবৈধ বাজি। কিন্তু তারপরেও পরিস্থিতি একই রয়ে গেছে।। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও কীভাবে রমরমিয়ে দত্তপুকুরে বাজি কারখানা চলছিল সেনিয়ে উঠছে প্রশ্ন। এবিষয়ে এখনও পর্যন্ত স্থানীয় প্রশাসনের কোনও বক্তব্য পাওয়া যায়নি।