রবিবাসরীয় ব্রিগেডের রঙ লাল সাদা। কোচবিহার থেকে শুরু করে কলকাতা পর্যন্ত ৫০ দিনের ইনসাফ যাত্রা শেষে, রবিবার সিপিআইএমের যুব সংগঠন DYFI এর ডাকে বাম কর্মী সমর্থকেরা জড়ো হয়েছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ক্যাপ্টেন মীনাক্ষী মুখোপাধ্যায়কে মুখ করে লোকসভা ভোটের আগে লাল ঝান্ডা কাঁধে নিয়ে এই ব্রিগেড থেকেই লড়াইয়ের বার্তা দিতে চাইছে বঙ্গ সিপিএম। তবে এবার বামেদের চেনা ব্রিগেডের ছবিতে, একটু যেন ছন্দপতন। প্রতিবছর ব্রিগেডের মঞ্চ বাঁধা হয় ভিক্টরিয়ার সামনে, এবছর সেই মঞ্চের স্থান বদলিয়ে TATA-মুখী করা হয়েছে। যদিও ক্যাপ্টেন মীনাক্ষী জানিয়েছেন, প্রশাসনকে মেট্রোর কাজে সহায়তা করতেই মঞ্চের দিক-পরিবর্তন।
সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে শয়ে শয়ে মানুষ জড়ো হয়েছেন লাল সাদা পোশাকে সেজে। মূল মঞ্চে লাল তারার প্রতিকৃতিতে বড় বড় করে লেখা ‘যৌবনের ডাকে জনগণের ব্রিগেড’, মঞ্চের পাশে সারি সারি লাল সাদা পতাকা। স্থান পেয়েছে জাতীয় পতাকাও। ৫০ দিনের ইনসাফ যাত্রার নানা অভিজ্ঞতা জমানো, ‘ইনসাফ ডায়েরি’ প্রকাশ করেই শুরু হয়েছে বামেদের ব্রিগেড সভা।
BJP TMC On DYFI Rally : ব্রিগেডে বাম যুব সংগঠন, উল্টো সুর শুভেন্দুর, সমালোচনায় কুণাল
আজ থেকে দিন কয়েক আগেই একটা রবিবারে, এই ব্রিগেডের রঙ-ই ছিল গেরুয়া। লক্ষ কণ্ঠে গীতাপাঠ কর্মসূচিতে জমায়েত নিয়ে চ্যালেঞ্জ করেছিল বিজেপি, কিন্তু আশানুরূপ ফল দেখা যায়নি। তবে বিধানসভায় ‘শূন্য’ বামদের ব্রিগেডই জমায়েতই যেন বল যোগাচ্ছে কর্মী-সমর্থকদের মনে।