চুঁচুড়ার DYFI-এর জেলা পরিষদ অভিযান ঘিরে ধুন্ধুমার। ঘড়ির মোড়ে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হয় বাম যুব সংগঠনের। অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করেছে। আহত হয়েছেন,বেশ কয়েকজন কর্মী-সমর্থক। একজনকে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। মূলত, হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও ধৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অফিস ঘেরাওয়ের এদিন ডাক দেওয়া হয়েছিল।
একশো দিনের কাজ ও আবাস যোজনায় দুর্নীতি এবং নিয়োগ দুর্নীতির প্রতিবাদে সোমবার জেলা পরিষদ অভিযানের ডাক দিয়েছিল ডিওযাইএফআই। সকাল থেকেই ঘড়ির মোড়ে ব্যারিকেড করে পুলিশ। ডিওয়াইএফআই কর্মীরা মিছিল করে এলে তাদের আটকে দেওয়া হয়। এখানেই ধুন্ধুমার বাঁধে পুলিশের সঙ্গে। পুলিশকে লক্ষ্য করে ডিওয়াইএফআই কর্মীরা ইট ছোড়ে বলে অভিযোগ। তারপরেই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।
বাম যুব সংগঠনের দাবি, পুলিশ তাঁদের মিছিলে নতুন করে লাঠিচার্জ করা হয়েছে। DYFI-এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা বলেন, রাজ্যের সব স্তরেই দুর্নীতি চলছে। তাঁরা শান্তিপূর্ণ আন্দোলন করছিল। কিন্তু পুলিশ বাধা দেয়।