আগামী ২০ সেপ্টেম্বর আনিস খান কাণ্ডের বিচার চেয়ে পথে নামবে বামপন্থী ছাত্র-যুবরা। কলকাতায় হবে 'ইনসাফ সভা'। তার আগে বৃহস্পতিবার থেকেই রাজ্যজুড়ে এই কাণ্ডের বিচার চেয়ে সই সংগ্রহে নামল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। বৃহস্পতিবার সকালেই প্রতিবাদী ছাত্র আনিসের গ্রামে যান ডিওয়াইএফআই নেতৃত্ব। মৃত ছাত্রের গ্রাম থেকেই শুরু হয় সই সংগ্রহের কাজ। আনিসের বাবা সালেম খানের হাত দিয়ে শুরু হয় এই সই সংগ্রহের কাজ। ছিলেন আনিসের দাদা সাবির খানও। এছাড়াও ছিলেন রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা, কলকাতা জেলা সম্পাদক কলতান দাশগুপ্ত, জেলা সভানেত্রী পৌলবী মজুমদার সহ একাধিক বাম কর্মী-সমর্থক।
আনিসের বাবার কথায়, ছেলে খুন হওয়ার পর ৬ মাস কেটে গেলেও সুবিচার পাননি তিনি। তিনি আরও জানান, ডিওয়াইএফআই এই কাণ্ডের বিরুদ্ধে পথে নেমে লড়াই করছে। তাই সুবিচার পাওয়ার আশায় তিনি বামপন্থী যুব সংগঠনটির উপরই আস্থা রেখেছেন। ২০ তারিখের 'ইনসাফ সভা'-তে আসার বার্তাও উঠে আসে তাঁর কথায়।
আরও পড়ুন- Burdwan TMC: চাকরির নামে প্রতারণা, টাকা চাইতে গেলে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার বর্ধমানের তৃণমূল নেতা
২০ সেপ্টেম্বরের আগে রাজ্যজুড়ে এই সই সংগ্রহের কাজ চালাবে ডিওয়াইএফআই। ওইদিন সেই সই সম্বলিত কাগজ তুলে দেওয়া হবে রাজ্য প্রশাসনের হাতে। বাম যুব কর্মীরা জানান, ১৯ সেপ্টেম্বর আনিসের গ্রাম থেকেই শুরু হবে বিরাট প্রতিবাদী পদযাত্রা। পরদিন ২০ সেপ্টেম্বর আনিস হত্যার বিচার চেয়ে 'ইনসাফ সভা'-এর প্রধান বক্তা মহম্মদ সেলিম এবং মৃত ছাত্র আনিসের বাবা সালেম খান।