রাস্তায় মুড়ি, ঘুগনি, চা, কাশফুল। সব মিলিয়ে এক অভিনব দৃশ্যপট। দুর্গাপুজোর থিম নাকি কোনও অনুষ্ঠানের প্রস্তুতি। এক ঝলকে দেখলে বোঝার উপায় নেই, এটাই প্রতিবাদ। কয়েকদিন আগেই পুজোয় মুড়ি-ঘুগনি বা ঝালমুড়ি বিক্রি করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে রাজ্যে বেকার সংখ্যা ক্রমশ বাড়ছে। তা নিয়েই প্রতিবাদে নামেন DYFI রামপুরহাট ১ লোকাল কমিটির সদস্যরা।
বাম ছাত্র সংগঠনের কর্মীরা এদিন ঝালমুড়ির বাক্স, ঘুগনি তৈরি করেন। একটি টেবিলে সাজিয়ে রাখেন কাশফুল দিয়ে তৈরি বালিশ। তাঁদের দাবি, বেকারদের নিয়ে আর কতদিন এমন রসিকতা করবেন মুখ্যমন্ত্রী। সেই নিয়ে বাম যুব সংগঠনের এই অভিনব প্রতিবাদ। রামপুরহাট পাঁচমাথা মোড়ে শনিবার পথে নামে DYFI।
আরও পড়ুন: নবান্ন অভিযানে গাড়িতে আগুন, অভিযুক্তকে ধরতে বেলডাঙায় হানা কলকাতা পুলিশের
DYFI- এর লোকাল কমিটির সদস্য ভবতারণ মাল বলেন, "গত তিন দিন আগে, মুখ্যমন্ত্রী বেকার যুবক যুবতীর উদ্দেশ্যে বলেছেন, আমি কর্মসংস্থানের পথে যান, তা হলে সুরাহা হবে। তিনি বলেন, চা, কাশফুলের তৈরি বালিশ, তা বিক্রি করে প্রতীকী প্রতিবাদ করছি। দেখতে চাই, সত্যিই কোনও সুরাহা হয় কিনা।"