টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায়৷ সঙ্গে দোসর ডিভিসির ছাড়া জল। এই কঠিন পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের বন্যাদুর্গতদের পাশে ইস্টবেঙ্গল। শনিবার লাল-হলুদ শিবিরের আয়োজিত বার্ষিক সাধারণ সভা থেকে এই কথা জানিয়ে দিল কর্তৃপক্ষ।
কী জানানো হয়েছে?
লাল-হলুদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইস্টবেঙ্গল ক্লাব সবসময়ই মানুষের পাশে রয়েছে। দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। প্লাবিত হয়ে গিয়েছে বহু এলাকা, চাষের জমি। ঘরছাড়া বহু মানুষ। দক্ষিণবঙ্গের এই পরস্থিতি নিয়ে ক্লাব উদ্বিগ্ন। তাই এই অবস্থায় ক্লাবের পক্ষ থেকেও ১৫ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি প্রয়োজনে ভবিষ্যতে আরও সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।
বানভাসি দক্ষিণবঙ্গের ১০ জেলা। দুর্গত প্রায় ৫০ লক্ষের বেশি মানুষ। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার পাঁশকুড়ার পরিস্থিতি দেখতে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই রাজ্যের আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বার্তা পেয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন জুনিয়র ডাক্তাররা। এবার বন্যাদুর্গতদের সাহায্যে এগিয়ে এল মানবিক ইস্টবেঙ্গল।