ইস্টবেঙ্গল ও মোহনবাগান ও মহমেডান সমর্থকদের জমায়েতে রণক্ষেত্র বাইপাস। ডার্বি বাতিলের পর আরজি কর-কাণ্ডের প্রতিবাদে জড়ো হন তিন প্রধানের সমর্থকরা। সেই জমায়েতে লাঠিচার্জের অভিযোগ ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকদের। মহিলা সমর্থকদেরও লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই বেশ কিছু সমর্থককে টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় বলে অভিযোগ। প্রিজন ভ্যানে দেখা যায় ইস্টবেঙ্গল ও মোহনবাগান জার্সি পরা দুই দলের সমর্থকদের। ঘটনাস্থলে আছেন প্রাক্তন ফুটবলার ও প্রাক্তন AIFF সভাপতি কল্যাণ চৌবে।
সমর্থক ও পুলিশের খণ্ডযুদ্ধে কাদাপাড়া, বাইপাস সংলগ্ন ২ কিলোমিটার পর্যন্ত এলাকা রণক্ষেত্র। বিশাল সংখ্যক পুলিশ বাইপাসে আসে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, স্টেডিয়ামের ২০০ মিটারের মধ্যে কোনও বিক্ষোভ-প্রতিবাদ করা যাবে না। কিন্তু দুই দলের জার্সি পরা সমর্থকদের উপর লাঠিচার্জ করার অভিযোগ। জমায়েত থেকে স্লোগান ওঠে "উই ওয়ান্ট জাস্টিস"।