আগামী শনিবার এবং রবিবার শিয়ালদহ ডিভিশনে কোনও ট্রেন বাতিল হচ্ছে না। শুক্রবার সন্ধেয় ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি প্রত্যাহার করল পূর্ব রেল। এদিন পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, 'ট্রেন বাতিলের কথা রটে গিয়েছিল। কিন্তু শিয়ালদহ ডিভিশনে আগামী ২০ এবং ২১ জুলাই কোনও ট্রেন বাতিল হচ্ছে না।'
শুক্রবার শিয়ালদহ শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল করে পূর্ব রেল। ২০ ও ২১ জুলাই চলবে লাইন রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শুধু লোকাল ট্রেন নয়, একাধিক দূরপাল্লার ট্রেনেরও যাত্রাপথ পরিবর্তন করা হয়। এমনকি কয়েকটি ট্রেনের সময়সূচিও বদল করা হয়।
কিন্তু আগামী রবিবার একুশে জুলাই। ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশ। শনিবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেস সমর্থকরা কলকাতায় ভিড় জমাবেন। আর তাঁদের যাতায়াতের অন্যতম মাধ্যম ট্রেন। ফলে এমন দিনে ট্রেন বাতিল হলে সমস্যা সৃষ্টি হবে। এই খবরে অসন্তোষ সৃষ্টি হয় তৃণমূল কংগ্রেসের মধ্যে। এই সিদ্ধান্তকে 'চক্রান্ত' বলেও দাবি করেন কুণাল ঘোষ। এই মধ্যেই এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় রেল।