শুটিং করতে দিয়ে ব্যাপক লক্ষ্মীলাভ শিয়ালদহ এবং কলকাতা স্টেশনে। ২০২২-২৩ সালের শ্যুটিং থেকে এখনও পর্যন্ত ১৮ লাখ টাকা আয় করতে পেরেছে তারা। তবে হাওড়ার থেকেও প্রযোজকদের প্রথম পছন্দ শিয়ালদহ স্টেশন।
শিয়ালদহ ছাড়াও কলকাতা, হাওড়া ও আসানসোল স্টেশনে শুটিং করতে পছন্দ করেন পরিচালক থেকে প্রযোজক সবাই। স্টেশন ও বিভিন্ন জায়গা ভাড়া দিতে ইতিমধ্যে পোর্টাল চালু করেছে রেল। শুধু স্টেশন নয় তার আশপাশে থাকা একাধিক রেলের বিল্ডিংয়েও শুটিং হয়েছে একাধিকবার। সেখান থেকেও ভালো লক্ষ্মীলাভ হয়েছে রেলের। বিগত বছরগুলির মধ্যে ২০২০-২১ অর্থবর্ষে শুটিং থেকে ৭ লক্ষ ৭৪ হাজার টাকা পেয়েছিল পূর্ব রেল। এবং ২০২১-২২ অর্থবর্ষে পূর্ব রেল আয় করেছিল ১৪ লক্ষ ৪৮ হাজার টাকা।
Read More- গাজায় মৃত্যুমিছিল অব্যাহত, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়াল
মূলত যাত্রীসংখ্যা এবং গুরুত্বের নিরিখের স্টেশন তিন প্রকার। প্রথম শ্রেণির স্টেশনে শুটিং করতে হলে ২ লাখ টাকা দিতে হয় রেলকে। দ্বিতীয় শ্রেণির স্টেশনের জন্য দিতে হয় দেড় লাখ টাকা। এবং তৃতীয় শ্রেণির স্টেশনের জন্য ফি এক লাখ টাকা। এছাড়াও রোলিং স্টক নিতে চাইলে ৪ লাখ ৭৪ হাজার টাকা দিতে হবে প্রযোজকদের। রোলিং স্টক এবং স্টেশন একসঙ্গে নিতে হলে ১৫ লাখ টাকা দিতে হবে।