পূর্ব রেলের পয়েন্ট ও সিগন্যালিং ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হচ্ছে। বৃহস্পতিবার থেকে শিয়ালদহ-রানাঘাট শাখায় শুরু হল সেই কাজ। এর ফলে যাত্রী নিরাপত্তা আরও সুরক্ষিত হবে। রেল আধিকারিকদের অনেকেই জানিয়েছেন এর ফলে কম সময়ে আরও বেশি সংখ্যক ট্রেন চালানো সম্ভব হবে।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বিগত নভেম্বর মাসে বিভিন্ন লাইনে ৬৯টি পুরনো মেশিন বদল করে নতুন মেশিন বসানো হয়েছে। তারমধ্যে রয়েছে শিয়ালদহ ডিভিশনে ৩৩টি, আসানসোলে ১৭টি, হাওড়ায় ১২টি এবং মালদা ডিভিশনে ৭টি মেশিন।
এরসঙ্গে সিগন্যালিং ব্যবস্থার সঙ্গে যুক্ত একটি বিশেষ কেবল পরিবর্তন করা হচ্ছে। বিগত আটমাসে ১৬৫ কিলোমিটার রেলপথে ওই নয়া কেবল বসানো হয়েছে। পুরো প্রক্রিয়া সম্পন্ন হলে আরও দ্রুত ট্রেন চালানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।