প্রায় ৬০টি জলের ট্যাঙ্ক ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ওই জলের ট্যাঙ্ক গুলি হাওড়া, আসানসোল, মালদা সহ একাধিক ডিভিশনের স্টেশনে রয়েছে। বর্ধমানে ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেকারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী এক বছরের মধ্যে ওই জলাধারগুলি ভাঙা হবে।
এর পাশাপাশি স্টেশনের বাইরে ফাঁকা জায়গায় জলাধার তৈরির ভাবনাচিন্তা করেছে রেল। সেই কেন্দ্রীয় জলাধার থেকে স্টেশনের সর্বোত্র জল সরবরাহ করা হবে। এর মধ্যে আসানসোল ডিভিশনে জলাধারের সংখ্যা বেশি। মোট ২৩ টি ট্যাঙ্ক রয়েছে সেখানে।
এবিষয়ে রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের যাতে সমস্যা না হয় সেই সব দিক বিবেচনা করেই ট্যাঙ্ক ভাঙা হবে। পাশাপাশি যাত্রীদের জন্য জলের বিকল্প ব্যবস্থাও করা হবে।