পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক শুরু নবান্নে (Nabanna) । নবান্ন সভাঘরে একই মঞ্চে পাশাপাশি অমিত শাহ-মমতা বন্দ্যোপাধ্যায় (Amit Shah-Mamata Banerjee) । এদিন, সকাল ১০টা-১০.৩০টা নাগাদ নবান্নে পৌঁছন অমিত শাহ । তারপর নবান্ন সভাঘরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নেতৃত্বে শুরু হয় বৈঠক ।
বৈঠকে যোগ দেওয়ার জন্য শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ কলকাতায় এসে পৌঁছন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন । সঙ্গে রয়েছেন ঝাড়খণ্ডের ডিজিপি হোম সেক্রেটারি চিপ সেক্রেটারি সহ উচ্চপদস্থ আধিকারিকরা । এছাড়াও, বৈঠকে রয়েছেন তেজস্বী যাদব । ওড়িশার দুই মন্ত্রীও উপস্থিত রয়েছেন । কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাও এসেছেন বৈঠকে যোগ দিতে । ৪ রাজ্যের নিরাপত্তা বিষয়ক পারস্পরিক সম্পর্ক ও সমস্যা নিয়ে আলোচনা হবে । এছাড়া, বৈঠকে পুলিশের অভিন্ন উর্দি চালুর বিষয়ে আলোচনা হতে পারে । কেন্দ্র রাজ্য টানাপোড়েনের মাঝেই এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুন, Amit Shah : সীমান্ত নিরাপত্তায় জোর শাহের, BSF-এর পাশাপাশি দায়িত্ব রাজ্যেরও, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
মমতা- অমিত শাহের একান্ত সাক্ষাত্ নিয়ে জল্পনা তুঙ্গে রয়েছে । একান্ত বৈঠকের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল। ইতিমধ্যেই সেই সম্ভাবনাকে কেন্দ্র করে চড়ছে রাজনৈতিক পারদ ।