প্রথম দফাতেই ভোটগ্রহণ হবে কোচবিহার কেন্দ্রে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রমাণিক ওই কেন্দ্র থেকে BJP-র প্রতীকে লড়ছেন। আর শুধুমাত্র ওই কেন্দ্রের জন্যই মোতায়েন করা হয়েছে ১১২ কোম্পানি বাহিনী।
কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বৈঠক
কলকাতায় লোকসভা নির্বাচনের জন্য ম্যাপ ও গাইডলাইন নিয়ে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিকদের বৈঠক হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা। এরপর BSF-এর অতিথিশালায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও বৈঠক হয়। ওই বৈঠকেই এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রথম দফার নির্বাচনে মোট তিন কেন্দ্রের ভোটগ্রহণ হবে। কোচবিহার ছাড়াও রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। ওই তিন কেন্দ্রের জন্য ২৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তার মধ্যে শুধুমাত্র কোচবিহারে থাকবে ১১২ কোম্পানি বাহিনী। এবং জলপাইগুড়ি এবং আলুপুরদুয়ারে যথাক্রমে ৭৫ ও ৬৩ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে।