সপ্তাহের প্রথম দিনেই ফের ভোট। রবিবার দুটি বুথের ফের ভোট ঘোষণা করল। এই ঘোষণা অনুযায়ী, বারাসাত ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের দু'টি বুথে রিপোলের কথা ঘোষণা করেছে কমিশন।
এই বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার বারাসতের দেগঙ্গায় কদম্বগাছির সর্দারপাড়ার ৬১ নম্বর বুথ এবং মথুরাপুর কাকদ্বীপের ২৬ নম্বর বুথে শ্রীচৈতন্য বিদ্যাপীঠে রিপোল করা হবে। ভোট শুরু হবে সকাল ৭টা থেকে। ভোটগ্রহণ হবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
শেষ দফায় বারাসত ও মথুরাপুর লোকসভায় নির্বাচন হয়েছে। যদিও, বিজেপির তরফে অশান্তির অভিযোগ তুলে সন্দেশখালি, ডায়মন্ড হারবার-সহ একাধিক বুথে পুনরায় ভোটের দাবি তোলা হয়। তবে, শেষ পর্যন্ত কমিশন এই দুটি বুথে ভোট করার সিদ্ধান্ত নেয় কমিশন।