আগামী ১২ এপ্রিল আসানসোলে লোকসভা উপনির্বাচন(Asansol Loksabha by election 2022)। তার আগেই শুক্রবার বাড়ি বাড়ি গিয়ে বয়স্ক মানুষদের ভোট সংগ্রহ(Postal Ballot) করলেন নির্বাচন কমিশনের কর্মীরা।
জানা গেছে, শুক্রবার সকাল থেকেই আসানসোল লোকসভা এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে বয়স্ক মানুষদের ভোট নেওয়ার ব্যবস্থা করা হয়। বিগত বেশ কিছু বছর ধরেই বয়স্ক, অশক্ত মানুষদের সুবিধার্থে পোস্টাল ব্যালট(Postal Ballot) ব্যবস্থা চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন(Election Commission of India)। ফলে ভোটগ্রহণ কেন্দ্রে লম্বা লাইনে না দাঁড়িয়েও বয়স্ক মানুষজন নিজেদের ভোটদান সুনিশ্চিত করতে পারেন।
উল্লেখ্য, আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী(TMC Candidate) বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা। বিজেপির(BJP) তরফে প্রার্থী হয়েছেন আসানসোল দক্ষিণের(Asansol South Assembly) বিধায়ক অগ্নিমিত্রা পাল(Agnimitra Paul)। বামেদের তরফে প্রার্থী করা হয়েছে প্রাক্তন যুব নেতৃত্ব পার্থ মুখার্জীকে(Partha Mukherjee)।