বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ দুই নেতার বাড়িতে হানা ইডির। বুধবার সকাল থেকে বীরভূমের একাধিক জায়গায় সিবিআই ও ইডি তল্লাশি চালায়। শান্তিনিকেতনের রতনকুঠি গেস্ট হাউস থেকে দুটি দলে বিভক্ত হয়ে যায় ইডির দল। নানুরের বাসাপাড়ার দিকে যায় একটি দল। অন্যতম যায় সিউড়ির দিকে। তৃণমূলের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল করিম খান ও সিউড়ির পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা।
উল্লেখ্য, যে দুজনের বাড়িতে ইডি হানা দিয়েছে, তাঁরা দুজনেই তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। এছাড়া সিউড়ির সাজানোপল্লীতে একাধিক জায়গায় ঘোরাফেরা করছেন আধিকারিকরা।এছাড়াও আব্দুলের ছেলের বন্ধু মুক্তার শেখের নানুরের বাসাপাড়ার আটকুলে গ্রামেও গিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, ভোট পরবর্তী হিংসা ও গরুপাচারের টাকা কোথায় গেছে, তা নিয়েই তল্লাশি চালাচ্ছে সিবিআই ও ইডির আধিকারিকরা।
বুধবার সকালে বীরভূমে ইডির একটি তদন্তকারী দল তল্লাশি অভিযানে যায়। ১৮টি গাড়ি নিয়ে ১২ জন ইডি অফিসার মঙ্গলবার বিশ্বভারতীর রতনকুঠি গেস্ট হাউজে আসেন। বুধবার সকালে বিভিন্ন দলে ভাগ হয়ে তল্লাশি অভিযান শুরু হয়েছে।