গরুপাচার কাণ্ডে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে (Sukanya Mondal Arrested) গ্রেফতার ইডির। দিল্লিতে তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এর আগে তাঁকে একাধিকবার তলব করা হয়। গত মার্চ মাসেও তাঁকে তলব করে ইডি (ED)। কিন্তু আইনজীবী মারফৎ চিঠি দিয়ে হাজিরা এড়ান সুকন্যা।
ইডি সূত্রে খবর, গরুপাচার মামলায় সুকন্যার নামে একাধিক লেনদেনের নথি পেয়েছে ইডি। অনুব্রত মণ্ডলের চাটার্ড অ্যাকাউন্ট মনীশ জৈনকে জেরা করেও একাধিক তথ্য পাওয়া গিয়েছে। ইডি সূত্রে খবর, এবার ইডির সদর দফতরে হাজিরা দিলেও জিজ্ঞাসাবাদে সহযোগিতা করেননি সুকন্যা। সেই কারণেই তাঁকে গ্রেফতার করে ইডি।
আরও পড়ুন: আগ্নেয়াস্ত্র নিয়ে আগেও সমাজমাধ্যমে হুমকি দিয়েছেন, মালদহের বন্দুকবাজকে নিয়ে সামনে এল নয়া তথ্য
গত বছর অগাস্ট মাসে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। এরপরই সুকন্যাকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। বিপুল সম্পত্তি নিয়ে সুকন্যাকে প্রশ্ন করা হয়। অনুব্রত ও সুকন্যাকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে ইডি।