আসানসোল জেলে চার ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদের পর গরুপাচার কাণ্ডে সায়গল হোসেনকে গ্রেফতার ইডির। তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে অনুব্রত মণ্ডলের দেহরক্ষীকে।
গরুপাচার মামলায় CBI গ্রেফতার করে সায়গল হোসেনকে। আদালতের নির্দেশে আসানসোল জেলে রাখা হয় তাঁকে। শুক্রবার এই মামলায় সায়গলকে জিজ্ঞাসাবাদ করতে জেলে যান ইডির আধিকারিকরা। দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: চোখের সামনেই ভেসে গেছে ৮ জন, একাধিক প্রাণ বাঁচিয়েও মনমরা মালবাজারের মহঃ মানিক
ইডির অভিযোগ, একজন সাধারণ সরকারি কর্মী সায়গলের এত কোটি কোটি টাকার সম্পত্তি কীভাবে হল, তা নিয়েই প্রশ্ন করেন ইডি আধিকারিকরা। ইডিকে বিভ্রান্ত করার চেষ্টা করেন বলে অভিযোগ সায়গলের বিরুদ্ধে। আসানসোল থেকেই দিল্লির আধিকারিকদের সঙ্গে কথা বলেন ইডি আধিকারিকরা। দিল্লির সবুজ সংকেত পাওয়ার পরই গ্রেফতার করা হয় তাঁকে। সায়গলকে হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করতে চান ইডির আধিকারিকরা।