এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) এবার বীরভূমের একাধিক জায়গায় তল্লাশি শুরু ইডির (ED)। সিউড়ির পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়িতে বিশেষ অভিযান চালান ইডির আধিকারিকরা। ইডির কাছে খবর, তাঁর হাত ধরেই শিক্ষা নিয়োগ দুর্নীতির টাকা-সহ একাধিক টাকা, তাঁর মাধ্যমেই হাতবদল হত। বুধবার সকালে সিউড়ির সুভাষপল্লীর বাড়িতে হানা দেয় ইডি। এরপর টুলু মণ্ডলের দ্বিতীয় বাড়িতেও হানা দেয় ইডি। চাবি না পেয়ে তালা ভেঙে বাড়িতে ঢোকে ইডি।
সূত্রের খবর, ইডি তদন্ত করতে নেমে জানতে পেরেছে, অনুব্রত ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের মাধ্য়মেই আর্থিক লেনদেন হত। বুধবার টুলু মণ্ডলের দুটি বাড়িতেই হানা দেয় ইডি। দ্বিতীয় বাড়ির তালাবন্ধ ছিল। তালা খোলার লোক ডেকে এনে তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন ইডি আধিকারিকরা।
আরও পড়ুন: বাংলার সিআইডিকে তদন্তে বাধা! দিল্লি যাচ্ছেন রাজ্য পুলিশের তিন শীর্ষকর্তা
এদিকে SSC নিয়োগ দুর্নীতি মামলায় ইডির আরও একটি টিম এসেছে বোলপুরে পার্থ-অর্পিতার বাড়ি 'অপা'-র সামনে। এই বাড়ির মালিক অর্পিতা মুখোপাধ্যায়। ভূমি রাজস্ব আধিকারিকরা দলিল দেখে তাই জানিয়েছেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ ও অর্পিতাকে জেরা করে এই বাড়ির খোঁজ পেয়েছে ইডি।