শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) বুধবার সকালে সিজিও কমপ্লেক্স থেকে মেডিকেল পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে (Joka ESI Hospital) নিয়ে যাওয়া হল। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে তাঁদের নিয়ে যাওয়া হয়। দুটি আলাদা গাড়িতে ছিলেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়।
গ্রেফতার করার পরেও স্বাস্থ্যপরীক্ষা করা হয় পার্থ চট্টোপাধ্যায়ের। জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। এরপর ভুবনেশ্বর এইমসেও নিয়ে যাওয়া হয় তাঁকে। এদিন ফের নতুন করে স্বাস্থ্যপরীক্ষা হবে পার্থ ও অর্পিতার। এদিনের রিপোর্ট দেখার পর ফের জিজ্ঞাসাবাদ করা হবে তাঁদের।
আরও পড়ুন: সময়ের আগেই ইডির দফতরে মানিক ভট্টাচার্য, টেট দুর্নীতি নিয়ে জেরা করবে ইডি
সোমবার ইডির বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এখনও ইডির জেরায় সেভাবে কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। পার্থ চট্টোপাধ্যায় এখনও মুখ খোলেননি বলেই খবর ইডি সূত্রে। শুক্রবার রাত থেকে টানা ধকল গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। মঙ্গলবার ইডিকে জানান, একটু বিশ্রাম নেওয়ার পরই সহযোগিতা করতে পারবেন। বুধবার ফের হাসপাতালে মেডিকেল পরীক্ষার উদ্দেশে নিয়ে যাওয়া হয় পার্থ ও অর্পিতাকে।