অনুব্রত মণ্ডলকে এখনই দিল্লি নিয়ে যাওয়া সম্ভব নয়। আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ইডিকে। শুক্রবার দিল্লির রাইস অ্যাভিনিউ আদালতে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির নামে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করেন ইডির আইনজীবীরা। সেই আবেদন গ্রহণ করলেও বিচারক কোনও নির্দেশ দেননি। দিল্লির আদালত জানিয়ে দেয়, আগামী মঙ্গলবার ইডির আবেদনের ভিত্তিতে পরবর্তী শুনানি হবে।
বৃহস্পতিবার ইডি সূত্রে জানা যায়, গরুপাচার মামলায় জেলবন্দি অনুব্রত মণ্ডলকে প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। জল্পনা ছিল, তৃণমূল নেতা অনুব্রতকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে হাজির করানো হতে পারে। কিন্তু পরে জানা যায়, অ্যারেস্ট মেমোতে সই করেননি অনুব্রত। তাই আসানসোলের আদালতে না গিয়ে ইডি আধিকারিকরা দিল্লি যান।
শুক্রবার দিল্লির রাইস অ্যাভিনিউ আদালতে সেই মতো আবেদন করেন ইডির আইনজীবীরা। ইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে যা যা উঠে এসেছে, তার রিপোর্টও জমা দেওয়া হয় আদালতে। ইডি চেয়েছিল, শুক্রবার আদালত থেকে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করিয়ে রবিবারের মধ্যে অনুব্রত মণ্ডলকে দিল্লি আনতে। কিন্তু আদালত নির্দেশ না দেওয়ায় অপেক্ষা করতে হবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে।