প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ আনল ইডি (ED) । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, পদের অপব্যবহার করে কোটি কোটি টাকা তুলেছেন মানিক । আর সেই টাকা রাখতেন কোথায় ? পরিবারের লোকেদের নামে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) খুলেছেন । শুধু তাই নয়, পরিবারের লোকেদের সঙ্গে বিভিন্ন অজ্ঞাতপরিচয় মানুষের নাম জুড়ে দিয়ে বেনামি জয়েন্ট অ্যাকাউন্টও খোলা হয়েছে । এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতেই সেসব টাকা রাখতেন মানিক । এমনই দাবি ইডির ।
ইডির দাবি, মানিকের পরিবারের লোকের নামে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, তাতে প্রচুর টাকা জমা পড়ত । সেই টাকার উৎস নিয়ে মানিককে জিজ্ঞাসা করা হলেও তাঁর কাছ থেকে যথাযথ উত্তর পাওয়া যায়নি । ইডির দাবি, চাকরি বিক্রির টাকা অর্থাৎ ঘুষের টাকা জমা হত এসব অ্যাকাউন্টগুলিতে । ইডির আরও অভিযোগ, নিজের পদের প্রভাব খাটিয়ে ছেলের সংস্থার নামে কোটি কোটি টাকা নয়ছয় করেছেন মানিকবাবু । ইডি চার্জশিটে দাবি করেছে, ছেলের সংস্থার সঙ্গে শিক্ষক শিক্ষণ সংস্থার চুক্তি করে ২ কোটি ৬৪ লক্ষ টাকা নিয়েছিলেন তৃণমূল বিধায়ক । কিন্তু, অভিযোগ, প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করেনি ওই সংস্থা । এমনকী, টাকাও ফেরত দেননি তাঁরা ।
এদিকে, বুধবার সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে আরও বিপাকে পড়েছেন মানিক ভট্টাচার্য । রক্ষাকবচ থাকা সত্ত্বেও কেন গ্রেফতার করা হল মানিককে, সেই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি । কিন্তু, তাঁর আবেদনে হস্তক্ষেপই করেনি সুপ্রিম কোর্ট । সোমবার পর্যন্ত ইডি হেফাজতেই থাকতে হবে স্কুল সার্ভিসে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার তৃণমূল বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতিকে ।