সন্দেশখালি মামলায় আদালতের কাছে নয়া তথ্য পেশ করল কেন্দ্রীয় সংস্থা ইডি। সোমবার মামলার শুনানিতে ইডি দাবি করেছে, জোর করে জমি থেকে তোলা টাকা দিয়ে অস্ত্র কিনেছিল শাহজাহান। এই ব্যাপারে জেরা করা শাহজাহানের স্ত্রী ও পরিবারের সদস্যদের বয়ান এদিন আদালতে পেশ করা হয়েছে বলেও দাবি ইডির। একইসঙ্গে ইডি আদালতে দাবি করেছে, শাহজাহানের টাকায় সুবিধা পেয়েছেন রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী।
এদিন ব্যাঙ্কশাল কোর্টে সন্দেশখালি মামলার শুনানি হয়। এদিনের শুনানিতে শাহজাহান ছাড়াও হাজির করা হয় আরও তিন অভিযুক্তকে। আদালত তাদের ১৩ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। সম্প্রতি সন্দেশখালির মল্লিকপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র। ইডির দাবি, এই অস্ত্র কেনা হয় জমির জবরদখলের টাকাতেই।
গত শুক্রবার, সন্দেশখালিতে গিয়ে এই অস্ত্র উদ্ধার করেছিল কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। অস্ত্র উদ্ধারের পাশাপাশি বিস্ফোরক উদ্ধারে ওই এলাকায় নামনো হয়েছিল ক্যালিবার নামের ন্যাশনাল সিকিউরিটি গার্ডের বিশেষ রোবটকে। যদিও এখনও সন্দেশখালির ঘটনায় অধরা শাহজাহানের ভাই সিরাজুল।