রেশন দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার করা হয়েছে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। এর কয়েকদিন আগে গ্রেফতার করা হয়েছিল মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুর রহমানকে। সূত্রের খবর তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এমনকি, মন্ত্রীর বাড়ি থেকে রেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিও পাওয়া গিয়েছে বলে খবর।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টা নাগাদ জ্যোতিপ্রিয়র বাড়িতে হানা দেয় ED। একই সঙ্গে তাঁর আপ্ত সহায়ক অমিত দে-র বাড়িতেও পৌঁছন তদন্তকারী অফিসাররা। তাঁকে জিজ্ঞাসাবাদ শেষ করে বেরিয়ে গেলেও প্রায় ২১ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চালানো হয় মন্ত্রীকে। তারপরে গ্রেফতার করা হয় তাঁকে। রেশন দুর্নীতি মামলায় এই প্রথম কোনও মন্ত্রীকে গ্রেফতার করা হল।
Read More- শুভেন্দু ও বিজেপির চক্রান্তের শিকার! হাসপাতালে যাওয়ার পথে অভিযোগ জ্যোতিপ্রিয়র
শুক্রবার সকালে তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ESI হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিনই তাঁকে আদালতে হাজির করানো হবে। সূত্রের খবর, তাঁকে নিজেদের হেফাজতে রাখার আবেদন জানাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।