নিয়োগ দুর্নীতি মামলায় মিলছে একের পর এক তৃণমূল যোগ৷ একদিন আগেই এই মামলায় গ্রেফতার হয়েছেন হুগলির তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। ধৃত শান্তনুর সম্পর্কে বিস্ফোরক তথ্য সামনে এনেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি জানিয়েছে, চাকরিপ্রার্থীদের থেকে মাথাপিছু ৪-৫ লক্ষ টাকা করে নিতেন শান্তনু। মানিক ভট্টাচার্যকে তিনিই সুপারিশ করতেন চাকরি প্রার্থীদের নাম।
Shantanu Banerjee Arrested: গ্রেফতার শান্তনু বন্দ্যোপাধ্যায়, শনিবার আদালতে পেশ করে হেফাজতে চাইবে ইডি
তারা আরও জানিয়েছে, যে ৩১২ জনের নাম মিলেছিল তার মধ্যে ২০ জনের চাকরি শান্তনুর হাতেই হয়েছে। হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু। শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে আসেন তিনি। বলাগড়ের যুবনেতা কুন্তল ঘোষের বয়ানের ভিত্তিতে দফায় দফায় তাঁকে জেরা করা হয়। এর আগেও তাঁর বাড়িতে তল্লাশি করে ইডি। তাঁর বাড়ি থেকে ৩০০ চাকরিপ্রার্থীর তালিকা পাওয়া গিয়েছিল। এরপরই কুন্তলের সঙ্গে শান্তনুর যোগসূত্র খোঁজার চেষ্টা করেন তদন্তকারী আধিকারিকরা। শুক্রবার বয়ানে অসঙ্গতি পাওয়ার পরই তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেয় ইডি।