রোজভ্যালিকাণ্ডে স্থাবর-অস্থাবর মিলিয়ে আরও ৫৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির। ফলে এই কাণ্ডে এখনও পর্যন্ত বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১২০০ কোটি টাকা। বেআইনি অর্থলগ্নি সংস্থার কর্ণধার গৌতম কুন্ডু এবং স্ত্রী শুভ্রা কুণ্ডুর নামে একাধিক বিমাও বাজেয়াপ্ত করা হয়েছে। ইডি সূত্রে খবর, আর্থিক তছরুপের আইনে রোজভ্যালির সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে।
২০১৫ সালে রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুকে গ্রেফতার করে ইডি। তদন্ত এগোতেই গ্রেফতার হন গৌতমের স্ত্রী শুভ্রা। পরবর্তীতে তাঁর একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। এই কাণ্ডে বিভিন্ন জনকে জেরাও করা হয়। যার মধ্যে দুই টলি-অভিনেতাও রয়েছেন বলে খবর।
আরও পড়ুন- Kedarnath Snowfall: কেদারনাথে বৃষ্টি-তুষারপাতের জের, পুণ্যার্থীদের পথ চলায় নিষেধাজ্ঞা জারি প্রশাসনের