রাজ্যের রেশন দুর্নীতির তদন্তে ফের নয়া দাবি কেন্দ্রীয় এজেন্সি ইডির। শনিবার এই ঘটনায় গ্রেফতার বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যকে আদালতে পেশ করে ইডি। সেখানে দাবি করা হয়, প্রায় ২০ হাজার কোটি টাকা বিদেশে পাঠানো হয়েছিল। রবিবার ইডি সূত্রে দাবি করা হয়েছে, শঙ্করকে এই কাজে সাহায্য করেছিলেন তাঁর বেশ কয়েকজন আত্মীয়।
তদন্তে ইডি জানতে পেরেছে যে ফরেক্স কোম্পানির সাহায্য বিদেশে টাকা গিয়েছে, এই সবকটি শঙ্কর ও তাঁর পরিবারের। যাঁর মধ্যে স্ত্রী জ্যোৎস্না, মেয়ে ঋতুপর্ণা, ছেলে এবং ভাইদের নামে রয়েছে। একটি সংস্থা চলে শঙ্কর আঢ্যর নামেই। বনগাঁ তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে একটি আইসক্রিম কারখানার হদিশও পেয়েছেন ইডির কর্তারা।
আদালতে ইডির আইনজীবী দাবি করেছেন, রেশন দুর্নীতির সব টাকাই বিদেশে যেত শঙ্করের এই কোম্পানি হয়ে। মূলত এই টাকা পাঠাতেন এই দুর্নীতিতে গ্রেফতার অন্যতম অভিযুক্ত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।