বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তলের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, প্রায় ১০৪ পাতার ওই চার্জশিটে এজেন্ট-সহ ১৭ জন সাক্ষীর বয়ানও নথিবদ্ধ রয়েছে।
জানা গিয়েছে, ১০৪ পাতার মূল চার্জশিটের সঙ্গে মোট ৪,৫১০ পাতার নথি জমা পড়বে নগর দায়রা আদালতে। চার্জশিটে দু’কোটি টাকার হিসাবের মধ্যে অভিনেতা বনি সেনগুপ্ত এবং পার্লার মালিক সোমা চক্রবর্তীর টাকাও রয়েছে। যদিও তাঁরা কুন্তলকে টাকা ফিরিয়ে দেন বলেই খবর। তবে দু’কোটি টাকার মধ্যে বাকি এক কোটি টাকা কুন্তলের সম্পত্তি থেকে মিলেছে।
আরও পড়ুন- Sweta Chakraborty: ইডির নজরে অয়নের ঘনিষ্ঠ সিভিল ইঞ্জিনিয়ার, কে এই শ্বেতা চক্রবর্তী