ধান কেনাবেচার দুর্নীতিতে জড়িত ছিলেন জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বাকিবুর রহমান। এবং তারজন্য রাজ্য় সরকারের কয়েক কোটি টাকা লোকসান হয়েছে। সূত্রের খবর, চার্জশিটে এমনই দাবি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
ED-সূত্রে খবর, বাকিবুর রহমানের দুটি কোম্পানির মাধ্যমে ধান কেনা হয়েছে। ওই কোম্পানি ভুয়ো ধান বিক্রি শিবির এবং ভুয়ো কৃষক দেখিয়ে সরকারি টাকা নয়ছয় করেছে। এবং প্রায় ৪০০ কোটি টাকা আত্মস্যাৎ করা হয়েছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।
জানা গিয়েছে, এই দুর্নীতির প্রমাণ হিসেবে খাদ্য দফরের এক আমলাকে সাক্ষী হিসেবে দেখানো হয়েছে। এমনকি, তাঁর বয়ানও রেকর্ড করা হয়েছে। সূত্রের খবর, তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মদতেই ওই বেআইনি কাজ করেছে বাকিবুর।