প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আরও সম্পত্তির হদিশ মিলল বোলপুরে। ED সূত্রে এই খবর খবর পাওয়া গিয়েছে। এর আগে, অপা নামের একটি বাড়ির সন্ধান পাওয়া গিয়েছিল বোলপুরে। ওই বাড়ি ছাড়াও এবার আরও ৫টি সম্পত্তির খোঁজ মিলেছে।
ED সূত্রে খবর পাওয়া গিয়েছে, যে পাঁচটি সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে তার মধ্য়ে সবকটি জমি। তবে সেগুলি পার্থ চট্টোপাধ্যায়ের নামে ছিল না। প্রাক্তন শিক্ষামন্ত্রীর এক ঘনিষ্ঠের নামে রয়েছে জমিগুলি। যদিও ওই সম্পত্তি নিয়ে ED-র পরবর্তী পদক্ষেপ কী হবে, তা জানা যায়নি।
পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের নামে একাধিক বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পেয়েছিলেন তদন্তকারীরা। এমনকি তাঁর একটি বাড়ি থেকে প্রায় ৫০ কোটি নগদ টাকাও উদ্ধার করা হয়েছিল। এবার অন্য এক ঘনিষ্ঠের নামে বোলপুরে সন্ধান মিলল ৫টি জমির। যদিও ওই ঘনিষ্ঠের পরিচয় জানা যায়নি।
চাকরি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ED। একাধিকবার তাঁর একাধিক বাড়ি ও ফ্ল্যাটে তল্লাশি চালায় তদন্তকারীরা। সেসময় বৈদেশিক মুদ্রাও উদ্ধার করা হয়েছে। ২০২২ সালের জুলাই মাস থেকে এখনও পর্যন্ত জেল হেফাজতেই রয়েছেন পার্থ।