লটারি জিতে কোটি কোটি টাকা পেয়েছেন কেষ্ট, এই নিয়ে আগেও বহুবার শোরগোল তৈরী হয়েছিল। লটারি কাণ্ডে নাম জড়িয়েছিল অনুব্রত (Anubrata Mondal) কন্যা সুকন্যা মণ্ডলেরও (sukanya Mondal)। বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জমা পড়া তৃতীয় চার্জশিটে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ইডির দাবি , লটারির টিকিট কেটে কোটি কোটি টাকা জেতেননি অনুব্রত এবং সুকন্যা। বরং লটারি পুরস্কারপ্রাপকদের থেকে সেই পুরনো লটারির টিকিট কিনে নিতেন অনুব্রত এবং সুকন্যা। এইভাবেই ২কোটি টাকার পুরস্কার মূল্যের আড়ালে কালো টাকা করা হয়েছে সাদা। অভিযোগ এমনটাই।
Suvendu Adhikari : শুভেন্দুর কনভয়ের গাড়ি ধাক্কায় যুবকের মৃত্যুর ঘটনায় গ্রেফতার গাড়ি চালক
চার্জশিটে দাবি করা হয়েছে , অনুব্রত এবং তাঁর মেয়ে মিলে একাধিক টিকিট কিনেছিলেন লটারি বিজেতাদের কাছ থেকে। তদন্তে জানা গিয়েছে , বোলপুরের লটারি বিক্রয়কেন্দ্র গাঙ্গুলি লটারি এজেন্সির সঙ্গে বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে যোগাযোগ রাখতেন কেষ্ট। কেউ লটারি জিতলেই সেখবর অনুব্রত অবধি পৌঁছে দিতেন বিশ্বজ্যোতি। তাঁর বদলে কিছু কমিশন মিলিত তাঁদের।