এবার অরণ্য ভবনে তল্লাশি চালিয়ে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ৩০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ED সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এমনই প্রতিবেদন প্রকাশিত হয়েছে বাংলা সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনে।
ওই প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১০ কোটি টাকার ব্যাঙ্ক আমানত ও জীবন বীমার নথি উদ্ধার করেছে ED। এছাড়াও প্রায় সাড়ে ৬০০টি নন জুডিশিয়াল স্ট্যাম্প উদ্ধার করেছেন তদন্তকারীরা। বাজেয়াপ্ত করা সব সম্পত্তির পরিমাণ প্রায় ৩০ কোটি টাকা বলে খবর ED সূত্রে।
রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে। ২০২১ সাল থেকে বনমন্ত্রীর পদে ছিলেন তিনি। এবং অরণ্যভবনে নিয়মিত বসতেন তিনি। আনন্দবাজার অনলাইনের ওই প্রতিবেদন অনুযায়ী রাজ্যে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতি করতে শুরু করেন জ্যোতিপ্রিয় মল্লিক। এমনকি বন দফতরে এসেও খাদ্য দফতরে দুর্নীতি চালিয়ে গিয়েছেন বলে খবর।