নিয়োগ দুর্নীতির মামলায় এবার পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত-সহায়ককে তলব ইডির। সোমবার সকাল ১১টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হন সুকান্ত আচার্য। তারপর থেকে সুকান্তকে টানা জিজ্ঞাসাবাদ চলছে বলেই খবর।
রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে যেতে হলে সুকান্তের মাধ্যমেই খবর যেত। এমনকি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কারা সাক্ষাৎ করছেন, তার খবর থাকত আপ্ত-সহায়ক সুকান্তের কাছে। ইডি সূত্রে খবর, প্রার্থী নিয়োগের সমস্ত বিষয়ও পর্যবেক্ষণে ছিল তাঁর। ব্যক্তিগত সহকারী হওয়ার সুবাদে সুকান্তকে জেরা করে পার্থের বহু কার্যকলাপের হদিশ পেতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
আরও পড়ুন- Sarada Scam : সারদা-কাণ্ডে সিআইডির বিরুদ্ধে সিবিআই চেয়ে হাইকোর্টে আর্জি
সোমবার ইডির তলব মেনে ঠিক ১১টায় সিজিও কমপ্লেক্সে হাজির হন সুকান্ত। এর আগে তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই। তবে এই প্রথম পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ককে সরাসরি ডেকে পাঠানো হল ইডি দফতরে।