নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে। এবার তাঁর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য SSKM হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শারীরিক অসুস্থতার জন্য আপাতত সেখানেই ভর্তি রয়েছেন তিনি। সোমবার ওই চিঠি পাঠানো হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।
সম্প্রতি বিশেষ সিবিআই আদালতের বিচারক সুজয়কৃষ্ণ ভদ্রর গলার স্বরের নমুনা সংগ্রহ করতে SSKM কর্তৃপক্ষ এবং প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে সহযোগিতার নির্দেশ দেন। তিনি জানান, ওই কাজে ED-কে পূর্ণ সহযোগিতা করবে তারা।
জানা গিয়েছে, গত ১৪ জুলাই, বিচার বিভাগের তরফে গলার স্বরের নমুনা পরীক্ষার জন্য নির্দেশ দিয়েছিল। কিন্তু তারপরেই তাঁর স্ত্রীর মৃত্যুর কারণে কয়েক সপ্তাহ প্যারোলে মুক্তি পেয়েছিলেন। তারপর ফের জেলে ফিরে অসুস্থতার জন্য SSKM হাসপাতালে ভর্তি হন।