ইডির (ED) হাতে গ্রেফতার হয়ে জেল হেফাজতে তৃণমূল নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। এদিকে বারবার তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে শান্তনু বন্দ্যোপাধ্যায় (Shantanu Banerjee)। হুগলির দুই তৃণমূল নেতার মধ্যে ব্যবসায়িক যোগসূত্র আছে বলে মনে করছে ইডি।
ইডি সূত্রে খবর, শুধু শিক্ষাজগতে নয়, বাংলা বিনোদন জগতেও ব্যবসা আছে কুন্তল ঘোষের। কুন্তলের ছবি বানানোর এক সংস্থার অংশীদার হিসেবে শান্তনুর পরিবারের এক সদস্যের নাম উঠে এসেছে ইডির হাতে। ওই সংস্থার আর্থিক লেনদেন ও অংশীদারিত্ব খতিয়ে দেখছে ইডি।
আরও পড়ুন- পা ছুঁয়ে প্রণাম, তারপর আলিঙ্গন, কেশপুরে বঙ্গ রাজনীতিকে অন্য ছবি উপহার অভিষেকের
২০১৫ সালে এই সংস্থা তৈরি করেন কুন্তলরা। ইডি সূত্রে জানা গিয়েছে, ৫ লক্ষ টাকার প্রাথমিক পুঁজির ওই সংস্থায় অংশীদার ৬ জন। এই সংস্থার অফিস কসবায়। এই অফিসে এক পরিচিত অভিনেতা ও অভিনেত্রীর যাতায়াত ছিল। তাদের খোঁজখবরও রাখছে ইডি।