প্রায় ১৪ ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর সন্ধে সাড়ে ৮টা নাগাদ মন্ত্রী সুজিত বসুর বাড়ি থেকে বেরিয়ে গেলেন ED আধিকারিকরা। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে সকাল ৭টা নাগাদ সুজিত বসুর লেকটাউনের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপর টানা প্রায় ১৪ ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়। একাধিক নথি নিয়ে তাঁরা বেরিয়েছেন বলে জানা গিয়েছে।
অন্য ফ্ল্যাটেও হানা
এরই মাঝে সুজিত বসুর ছেলে সমুদ্র বসুকে নিয়ে একবার বেরিয়ে যান তদন্তকারী আধিকারিকরা। জানা যায়, সুজিত বসুর অন্য একটি ফ্ল্যাটে তল্লাশি চালানোর জন্যই সেখানে গিয়েছিলেন তদন্তকারীরা।
প্রথম দলের প্রস্থান
সুজিত বসুর বাড়ি থেকে সন্ধে ৬টা নাগাট ED-র একটি টিম বেরিয়ে যায়। যদিও তাঁরা আর ফিরে আসেননি। তারপর সন্ধে সাড়ে ৮টা নাগাদ বাকি ED আধিকারিকরা মন্ত্রীর বাড়ি ছাড়েন।
তাপস রায়ের বাড়ি থেকে প্রস্থান
অন্যদিকে প্রায় একই সময়ে তাপস রায়ের বাড়ি থেকেও বেরিয়ে যান ED আধিকারিকরা। কয়েকটি নথি এবং তাপস রায়ের ব্যক্তিগত ফোন আধিকারিকরা নিয়ে গিয়েছে বলে খবর।