নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের সঙ্গে টলিপাড়ার যোগের আভাস মিলেছিল আগেই৷ শুক্রবার নগর দায়রা আদালতে ইডির আইনজীবী জানান, কুন্তলের দুটি অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে ৬ কোটি টাকা অন্য জায়গায় চালান হয়েছে। এই টাকার বড় অংশ টলিউডে বিনিয়োগ হয়েছে বলেও জানা যাচ্ছে। এখনও পর্যন্ত ১০টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। ইতিমধ্যেই ইডির হাতে এসেছে বেশ কিছু টলি তারকার নাম। একে একে তাদের ডাকবে ইডি। তবে এখনও কোনও নাম প্রকাশ্যে আনেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
Central Team: মিড ডে মিল ও একশো দিনের কাজ, প্রকল্পের কাজ খতিয়ে দেখতে রাজ্যে জোড়া কেন্দ্রীয় দল
উল্লেখ্য ইডি সূত্রে খবর, এই চার অভিনেত্রীর মধ্যে একজন টালিগঞ্জের প্রথম সারির অভিনেত্রী। একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। অন্য এক অভিনেত্রী কুন্তলের সংস্থার তৈরি শর্ট ফিল্মে অভিনয় করেছেন। তৃতীয় অভিনেত্রীও টালিগঞ্জে পরিচিত নাম। আর চতুর্থ জন বনির ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।