যে সব সংস্থার মাধ্যমে কালো টাকা থেকে সাদা টাকা করা হত সেরকম একাধিক সংস্থার সঙ্গে যোগ ছিল ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিকের। সূত্রের খবর, এমনই বেশ কিছু তথ্য পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। সূত্রের আরও দাবি, প্রিয়দর্শিনী মল্লিককে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তখনই ওই সংস্থাগুলির বিষয়ে জানিয়েছিলেন তিনি। যদিও জ্যোতিপ্রিয় জেরায় জানিয়েছিলেন, এই ধরনের কোনও সংস্থার সঙ্গে যোগ নেই তাঁর মেয়ের।
এদিকে বাকিবুর ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেছেন ED গোয়েন্দারা। সূত্রের খবর সেখান থেকেই একাধিক ভুয়ো সংস্থার বিষয়ে জানতে পারেন তাঁরা। এমনকী, মন্ত্রীর আপ্ত সহায়ক অভিজিৎ দাসও সব কিছুর দায় মন্ত্রীর উপর চাপিয়েছিলেন।
যদিও সব অভিযোগ অস্বীকার করেছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর দাবি, তিনি নির্দোষ। বিজেপি এবং শুভেন্দুর চক্রান্ত করে তাঁকে গ্রেফতার করানো হয়েছে।