সোমবার রাতে ফের অর্পিতার (Arpita Mukherjee) বেলঘরিয়ার ফ্ল্যাটে গেলেন ইডি (ED) আধিকারিকরা । এদিন, সকালেও একবার আবাসনে আসেন তদন্তকারী অফিসাররা । সংগ্রহ করেন রেজিস্টার এবং মাই গেট অ্যাপের (My Get App) তথ্য । অর্পিতা মুখোপাধ্যায়ের দু’টি আবাসনে কারা যাতায়াত করতেন, আপাতত সে দিকেই নজর রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর (ED went Arpita Mukherjee's Belgharia Flat) । তাই, সোমবার রাতেও বেলঘরিয়ার ক্লাব টাউন হাইটসে হাজির হন তাঁরা ।
জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজের তথ্য সংগ্রহ করার জন্য দ্বিতীয়বার ওই আবাসনে এসেছিলেন তদন্তকারীরা । ওই আবাসন পরিচালন সমিতির সম্পাদক জানিয়েছেন, ইডি আধিকারিকদের হাতে রেজিস্টার এবং মাই গেট অ্যাপের তথ্য তুলে দেওয়া হয়েছে । প্রযুক্তিগত কারণেই সিসিটিভি ফুটেজ তুলে দেওয়া যায়নি ।
আরও পড়ুন, Partha Chatterjee in History Book : 'অতীত ও ঐতিহ্য'-এ বহাল পার্থর নাম, সিদ্ধান্ত সিলেবাস কমিটির
উল্লেখ্য, আবাসনে কারা কখন এলেন, গেলেন তা ওই মাই গেট অ্যাপেও নথিভুক্ত করা থাকে । তাই, সেসব তথ্য আগেই চেয়েছিলেন ইডি আধিকারিকরা । এর আগে শনিবার তাঁরা বেলঘরিয়ার আবাসনে এসেছিলেন । তখনই মাই গেট অ্যাপের তথ্য, সিসিটিভি ফুটেজ চেয়েছিলেন তদন্তকারীরা । আবাসনে কারা কখন ঢুকছেন, বার হচ্ছেন, সেটাই নজরে রাখে চাইছে ইডি । পাশাপাশি, টালিগঞ্জে অর্পিতার আবাসনেও একই তথ্য সংগ্রহের জন্য গিয়েছিলেন ইডি আধিকারিকরা ।