এসএসসি দুর্নীতি মামলায় টাকার অঙ্ক ক্রমাগত বেড়েই চলছে। যা নতুন করে বিস্মিত করছে তদন্তকারীদেরও। বুধবার ইডি আদালতে জানিয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় টাকার অঙ্ক বেড়ে হতে পারে ১৫০ কোটি। কিছুদিন আগেই তাঁরা জানিয়েছিল, এসএসসি দুর্নীতির অঙ্ক ১০০ কোটি টাকার কাছাকাছি। এর সঙ্গেই বুধবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করে বিচারপতিকে ইডির অনুরোধ, হাজার হাজার শিক্ষিত বেকারের চোখের জল বিবেচনা করুক আদালত।
বুধবার আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায়ের আরও বেশ কিছু সম্পত্তির খোঁজ মিলেছে। যার বর্তমান বাজারদর প্রায় ৩০-৪০ কোটি টাকা। যে সম্পত্তির একটির সঙ্গে জড়িয়ে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর মেয়ে-জামাই। তবে তদন্তের স্বার্থেই সেসব সম্পত্তির ঠিকানা এখনই প্রকাশ করা যাবে না বলেও আদালতে জানায় ইডি।
আরও পড়ুন- Duare Ration: দুয়ারে রেশন প্রকল্প খারিজ! বৈধতা নিয়ে প্রশ্ন কলকাতা হাই কোর্টের
তবে বুধবারও পার্থর আইনজীবী জামিন চেয়ে সওয়াল করেন। এমনকি, গৃহবন্দী করার প্রস্তাবও দেওয়া হয়। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিন চাইলেও তাতে কর্ণপাত করেনি নগর দায়রা আদালত।