এই নিয়ে তৃতীয়বার। গরুপাচার তদন্ত মামলায় ফের অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে দিল্লিতে ডেকে পাঠাল ইডি। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, আগামী সপ্তাহে সুকন্যাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এবারও তৃণমূল জেলা সভাপতির মেয়ে হাজিরা দেবেন কীনা, তা নিয়ে এখন থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। কারণ, গত দু বার ইডির ডাকে কোনও সাড়া দেননি সুকন্যা।
এর আগেই এই তদন্ত মামলায় দু বার ডেকে পাঠানো হয়েছিল সুকন্যাকে। কিন্তু কোনওবারই হাজিরা দেননি সুকন্যা। বরং আইনজীবীর চিঠি দিয়ে তা এড়িয়েছিলেন অনুব্রত-কন্যা। কিন্তু কেন তিনি ইডির ডাকে সাড়া দিচ্ছেন না, এই ব্যাপারে কিছু স্পষ্ট করে বলাও হয়নি। ওয়াকিবহাল মহলের দাবি, বাবার মুখোমুখি হবে জেরা এড়াতে বারবার সুকন্যার এই পদক্ষেপ।
গত কয়েকদিন আগেই বীরভূমে ফিরে তিহাড় জেলে অনুব্রতকে রাখা নিয়ে বিস্তর অভিযোগ করেছিলেন তিনি। সুকন্যা দাবি করেছিলেন, জেলের মধ্যে অনুব্রতকে মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে। কিন্তু বিরোধীদের দাবি, অনুব্রতর আচারণে তা কোনও ভাবে ধরা পড়েনি। বরং অনুব্রতকে দেখে বেশ সুস্থই মনে হচ্ছিল বলেই দাবি বিরোধী নেতাদের।