সকাল সকাল শহরের তিন জায়গায় হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হানা দিল কেয়াতলা রোড এবং হাওড়াতে ব্যবসায়ীর বাড়ি। আলিপুরের এক আইনজীবীর বাড়িতেও হানা দিল কেন্দ্রীয় সংস্থা। যদিও কেন্দ্রীয় সংস্থার তরফে দাবি করা হয়, এই সব ক’টি অভিযান একটি মামলার সূত্রে নয়। একাধিক মামলার তদন্তে চালানো হচ্ছে এই তল্লাশি অভিযান। যার মধ্যে সারদা মামলাও রয়েছে।মঙ্গলবার পিজি হাসপাতালের পিছনের একটি পাড়ায় তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। মঙ্গলবারের ওই তল্লাশি অভিযানের সঙ্গে মোবাইল গেমিং প্রতারণা কাণ্ডের যোগ রয়েছে। বুধবারের তল্লাশির সঙ্গে সেই মামলার যোগ আছে কি না, তা অবশ্য স্পষ্ট করে জানানো হয়নি ইডি-র পক্ষ থেকে।
উল্লেখ্য, বুধবার সকালে হাওড়ার জগাছায় রামেন্দু চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেন ইডি। একটি চিটফান্ড কোম্পানির মালিক রামেন্দু চট্টোপাধ্যায় সারদা মামলায় অভিযুক্ত হওয়ায় বর্তমানে জেলে রয়েছেন।