সাইবার প্রতারণা মামলায় বুধবার সকালে কলকাতার একাধিক জায়গায় ইডির তল্লাশি। ইতিমধ্যে এই অভিযোগে এক কল সেন্টারের মালিককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর নাম কুণাল গুপ্তা। ইকো স্পেসের ভিতরে MET নামের একটি কল সেন্টার চালাতেন তিনি। তাঁর বাড়ি বেনিয়াপুকুর এলাকায়। এছাড়াও শোয়েব আলম নামে কুণালের এক পরিচিতর বাড়িতেও বুধবার সকালে তল্লাশি চালানো হয়।
কী অভিযোগ?
জানা গিয়েছে, ওই কলসেন্টার থেকে বিদেশি গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করা হত। এবং বিভিন্ন কারণে তাঁদের কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নেওয়া হত বলে অভিযোগ। ইতিমধ্যে কুণাল গুপ্তার ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ED।
কারা তদন্ত করছে?
প্রথমে ওই প্রতারণার ঘটনায় তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানা। তারপর সেই তদন্তভার পৌঁছয় ইডির কাছে। তদন্তকারীরা বর্তমানে পুরো বিষয় খতিয়ে দেখছেন। কোথা থেকে টাকা তোলা হয়েছিল এবং কারা কারা টাকা পেয়েছিল সেই তালিকা জানার চেষ্টা করছে গোয়েন্দারা।