শুক্রবার সাতসকালে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানা দিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা। শিক্ষা এবং নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তাঁর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।
কী কারণে তল্লাশি
ED-সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি তদন্তে ইতিমধ্যে যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁদের জেরা করার সময় বারবার চন্দ্রনাথ সিনহার নাম উঠে এসেছে। সেবিষয়ে বিস্তারিত তথ্য জানতেই ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রীর বোলপুরের বাড়িতে হানা দিয়েছেন আধিকারিকরা।