হুগলির তৃণমূল যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার নয়া তথ্য ইডির। শান্তনুর করা দুর্নীতির ব্যাপ্তি বোঝাতে ইডির আইনজীবী একে হিমালয়ের সঙ্গেও তুলনা করেন। হুগলির এই তৃণমূল নেতার দুর্নীতির অঙ্ক আপাতত ৩৫০ কোটি টাকায় পৌঁছেছে। সোমবার শান্তনুর ২ দিনের ইডি হেফাজতের মেয়াদ শেষ হতেই ফের হেফাজতের আবেদন করেন কেন্দ্রীয় তদন্তকারীরা।
ইডির দাবি, শান্তনু বন্দ্যোপাধ্যায় অত্যন্ত প্রভাবশালী। এর পক্ষে তাঁরা যুক্তি দেখান যে, ওই যুব তৃণমূল নেতা নিজের প্রাণসংশয়ের আশঙ্কা থেকেই ২৪ ঘণ্টার জন্য নিরাপত্তারক্ষী বহাল করেন শান্তনু। পাশাপাশি, সামান্য মোবাইল দোকানদার থেকে কীভাবে এত বিপুল সম্পত্তির মালিক হয়ে উঠলেন শান্তনু, তা জানতেই তাঁকে ফের হেফাজতে নেওয়ার আর্জি জানিয়েছে ইডি।